top of page

TERMS OF USE

শর্তাবলী সংক্ষিপ্ত সারমর্ম

আপনাকে যা যা করতে হবেঃ

  • ওয়েবসাইটে প্রদর্শনকৃত কোর্সের মূল ফি এর সাথে  সকল প্রযোজ্য ভ্যাট, সরকারি নির্দেশ মোতাবেক যেকোন ফি ও ২.৫% পেমেন্ট প্রসেসিং ফি প্রদান করতে হবে।

  • ওয়েবসাইটে যেকোন ধরনের বেআইনি কাজ করা থেকে বিরত থাকতে হবে।

  • Englishologyর স্টাফ ও অন্য ব্যবহারকারীদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

  • নিজের বুকিং এর দায়িত্ব নেয়া সহ বুকিং কনফার্মেশন এর সময়ে প্রদত্ত তথ্য অনুযায়ী ক্লাসে উপস্থিত থাকতে হবে।

রিফান্ড ও বাতিলকরণ

কাস্টমাররা প্রথম ক্লাস শুরুর ৪৮ ঘন্টা পূর্ব পর্যন্ত info@Englishology.net এ ইমেইল করে রেজিস্ট্রেশন বাতিল ও রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন। কাস্টমার এর কাছ থেকে নিশ্চিত হওয়ার পর ৫ কর্মদিবসের মধ্যে ২.৫% প্রসেসিং ফি নিয়ে রিফান্ড দেয়া হবে।

 

নিজের আয়ত্তের বাইরে কোন কারন, ঘটনা বা দুর্ঘটনার কারনে কোর্সে উপস্থিত থাকতে না পারলে কাস্টমাররা যেকোন সময় রেজিস্ট্রেশন বাতিল ও রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন। এই আবেদনগুলো আলাদাভাবে পর্যালোচনা করা হবে এবং Englishologyর সেবা প্রদানে ব্যর্থতার কারন ব্যতীত অন্য যে কোন কারনে করা আবেদন Englishology প্রত্যাখান করার এবং/অথবা একটি প্রশাসনিক ফি নেয়ার অধিকার রাখে।

Englishology যেকোন কোর্সের প্রথম ক্লাস শুরুর ৪৮ ঘন্টা পূর্ব পর্যন্ত কোর্স বাতিল করার অধিকার রাখে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, দাঙ্গা, সন্ত্রাসী হামলা, সরকারি নিয়ম-কানুন বা নির্দেশ ও Englishologyর আয়ত্তের বাইরের যেকোন কারনে ক্লাস বাতিল অথবা পেছানো হতে পারে।

ডিস্কাউন্ট

সকল ডিস্কাউন্ট সময়কাল ও ডিস্কাউন্ট পাবার যোগ্যতার শর্তসহ উল্লিখিত থাকবে। 

একের অধিক ডিস্কাউন্ট একসাথে যোগ হবে না এবং একটি ট্রানজ্যাকশন এ একটি ডিস্কাউন্ট ই দেয়া হবে। কোন কাস্টমারের একের অধিক ডিস্কাউন্ট পাবার যোগ্যতা থাকলে সেগুলোর মধ্য থেকে সর্বোচ্চ ডিস্কাউন্টটি গণনা করা হবে।

ডিস্কাউন্টের হিসাব মূল ফি এর উপর হিসাব করা হবে, তবে প্রয়োগ করা হবে মূল ফি এর উপর প্রযোজ্য ভ্যাট এবং/অথবা সারচার্জ যোগ করার পর।

Payment Methods

Cash payment is not accepted for any transactions with Englishology. All payments are made using third party secure payment aggregators, who take responsibility for security. To learn more about them, see the footer of any webpage.

Delivery policy

Access to services delivered to customer email within 48 hours of payment. Some products have printed course materials that are delivered to customer via third-party courier services within Bangladesh. This may take up to 7 days after commencement of service.

Contact us

০৯৬১৩৬৪৫৪৭৪, ০১৯৮৩-৬৪৫৪৭৪ হোয়াটসঅ্যাপ : ০১৮৪১-৬৪৫৪৭৪

info@Englishology.net

৫৬/২, ডাইন্যাস্টি ওয়াহেদ টাওয়ার

(লেভেল ১২), ঢাকা ১২০৫।

BIN: 003983304-0202

TIN: 887927574847

  • Whatsapp
  • Facebook
  • LinkedIn
  • Instagram
ssl-footer-big.png

©2023 Englishology. Englishology.net is owned by Quadratic Digital Learning

Quadratic Logo high res.png
bottom of page